আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ২:১৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২২, ৫:৪৫ পি.এম
খোকসায় আমন মৌসুমের নবান্ন উৎসবে ধান কাটা উদ্বোধন
কুষ্টিয়ার খোকসা আমল মৌসুমী নবান্ন উৎসবে ধান কাটা উদ্বোধন, বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি। প্রতিবিঘাতে ২০ থেকে ২৫ হবে ফলন।
রবিবার দুপুরে খোকসা উপজেলার পাশে ধান ক্ষেতে নবান্ন উৎসবের অংশ হিসেবে আমন ধান কাটার শুভ উদ্বোধন করেন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম,উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, জিল্লুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগন।এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুইশ হেট্টর জমির বেশি আমন ধান চাষ করা হয়েছে অনুকূল আবহাওয়া এবং সময়মতো সারবীজ পাওয়ার ফলন ভালো ফলন হয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। এবার উপজেলা লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬হাজার ৭শত হেক্টর, আবাদ করা হয়েছে ৬ হাজার ৯শত হেক্টর।
এ বছর বারি ১৭ বারি৭১, বারি৭৫, বারি ৮৭ ধান চাষ করে কৃষকরা অধিক ফলন পাবে সেই সাথে আধিক লাভবান হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান। কারণ এই ধান অল্প দিনে জীবন কাল হওয়ায় একই জমিতে সরিষা জাতীয় খেত চাষ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha