কুষ্টিয়া খোকসা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার দুপুরে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ করতে যা যা করা দরকার তাই করা হবে। আপনারা যারা দায়িত্ব পালন করবেন ভোটগ্রহণ কালে কেন্দ্রে কোন প্রকার ঝুঁকি নিবেন না। সকল প্রার্থী আপনাদের কাছে সমান সেভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, সদর নির্বাচন অফিসার শহিদুর রহমান উপজেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান প্রমুখ। সবাই ৫০ জন রিটার্নিং অফিসার এবং স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর সাথে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম মত বিনিময় করেন। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী রিপন বিশ্বাস।
এ সময় তিনজন প্রার্থী উপস্থিত ছিলেন এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার, স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন ও স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। সকল প্রার্থী তাদের বক্তব্যে অবাক সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম, থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ স্থানীয় সাংবাদিকগন।
- বক্তব্য রাখছেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।