‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সালথা থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে থানা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে সূচনা স্থানে এসে শেষ হয়ে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রুপা বেগম।
|
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সহ-সভাপতি ইমামুল হোসেন তারা মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খায়েরুজ্জামান মোল্লা বাবু প্রমুখ। এছাড়াও সালথা থানার অফিসারবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫