আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৬, ২০২২, ৭:৫৯ পি.এম
মায়ের মত জনগণের পাশে থেকে সেবা করার অভিপ্রায় ব্যক্ত করলেন লাবু চৌধুরী

ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার সোনাপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মোঃ কাওছার মাতুব্বরের সভাপতিত্বে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকে। তাই দেশের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন। আমি কথা দিচ্ছি আমার মায়ের মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha