সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন তিনজন প্রার্থী।
এর মধ্যে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাৎ হোসেন চশমা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মো. একে এম নুর ইসলাম শিকদার। এর ভেতরে আনারস ও চশমা প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটারগণ।
বোয়ালমারী উপজেলা ঘুরে দেখা গেছে ভোটারগণ এখন পর্যন্ত সুষ্ঠু ভাবে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পেরে ভোটারা আনন্দ উপভোগ করছে।
|
দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।