ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) আসসের আসন্ন উপনির্বাচনে সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার ব্যাপক গণসংযোগ অব্যাহত রয়েছে।
গত (১ সেপ্টেম্বর) শনিবার নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের গণ সংযোগের পর শ্রীরামদিয়া গ্রামের মুরাদ হোসেন মিয়ার বাড়িতে সন্ধায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক মোঃমুরাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
সভায় আরো বক্তব্য রাখেন,সালথা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, মোঃআকবরআলী, মোঃবাবলুমিয়া, মোঃ ছোরাপ হোসেন মোল্লা, মোঃ সেকেন্দার মিয়া, মোঃআলমগীর হোসেন, মোঃ মোস্তাকমিয়া, ইউসুফআলী মোল্লা, মোঃ সৈকত হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মিবৃন্দ।
|
অনুষ্ঠিত সভায় বক্তারা, দলমত বুঝিনা, জামাল ছাড়া বুঝিনা এ স্লোগানে সবাই মিলে জামালকে ভোটে জয়যুক্ত করার অঙ্গিকার বদ্ধ হন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111