ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বানা যুবসমাজের উদ্যোগে মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ।
গতকাল শুক্রবার বিকেলে নৌকাবাইচ শুরু হলে নদীর তীরে ভিড় করে হাজারো নারী পুরুষ। বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হারুন-অর-রশীদের সভাপতিত্বে নৌকাবাইচ উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুর রহমান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.ওয়াহিদুজ্জামান, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান,ব্যবাসায়ী হাদী আশিকুজ্জামাস রনি, নাজমুল হাসান মোল্যা ও শরীফ নজরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।