আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৭:০৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৩, ২০২২, ৩:২৭ পি.এম
মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন র্যালী আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

দুর্যোগে আগাম সর্তকবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন করা হয়।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১০ টার সময় কালেক্টরেট চত্বর মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন মাগুরা এর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় এর বাস্তবায়নে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মোহাম্মদ নুরুজ্জামান, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস আলী সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম হোসেন, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, সদর পিআইও অফিসার আম্বিয়া বেগম শিল্পী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাগউজ্জামান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দগণ। এছাড়াও উপস্থিত ছিলো, মাগুরা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, স্কাউট গার্লস গাইড এর সদস্য বৃন্দগণ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মাগুরা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার সোহাগউজ্জামান এর নেতৃত্বে কালেক্টর মাঠে সচেতনতামূলক ডিমো প্রদর্শন করা হয়। শুরুতে ভূমিকম্প হলে আটকে পড়া মানুষকে উদ্ধার করার প্রদর্শন, অগ্নিবালয়, ঘরের আগুন ধরা, গ্যাস সিলিন্ডার, তেলের আগুন, চারিদিকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লে আহত অবস্থার মানুষকে উদ্ধার এবং বিভিন্ন ধরনের হাইড্রোলিক ইকুপমেন্টস টুলস ব্যবহার নিয়ম কানুন।
জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সব মানুষের কাছে এই সচেতনতা মূলক ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয় গুলোর চিত্র নিয়মিত তুলে ধরতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha