রংপুরের পীরগঞ্জে একটি ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে গাইবান্ধার ৪ শ্রমিক ও পীরগঞ্জের এক শ্রমিকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ বিকেলে এই ঘটনা ঘটে। তবে পীরগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল ৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।
নিহতদের ৪ জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে পশ্চিম আকাশে ঘন কালো মেঘ করে আসে। পরে আজ বিকেল ৩ টার দিকে তা বজ্রবৃষ্টি পাতের সৃষ্টি করে।
এসময় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি নামক স্থানে কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী অবস্থিত বকুলের ইট ভাটায় কাজ করছিলো কিছু শ্রমিক। এক পর্যায়ে বজ্রপাত ঘটলে ইট ভাটায় কর্মরত ৫ জন শ্রমিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত ও একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশার ছেলে নাজমুল(১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম(২০), আল আমিনের ছেলে শাহাদত(২৫), আয়তালের ছেলে রাশেদুল(২৪) ও পীরগঞ্জের কাবিলপুর চকশোলাগাড়ী গ্রামের জব্বারের ছেলে জলিল(৬৫)। এছাড়া আহত হয়েছেন পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের মেহেদুল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
খবর পেয়ে সেখানে লোকজন ছুটে আসে। পরে নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha