রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ২য় শ্রেণি কক্ষে পাঠদানরত অবস্থায় ভবনের পলেস্তারা খসে পড়ে ৪জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয়ের একতলা বিশিষ্ট ভবনের একটি কক্ষে ২য় শ্রেণির বাংলা বিষয়ে পাঠদান চলছিল। হঠাৎ করে বিকট শব্দে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। ঘটনার সময় ২জন ছাত্র ও ২জন ছাত্রী সামান্য আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছুটি দেওয়া হয়। ওই সময় শ্রেণি কক্ষে ৩৫ জন শিক্ষার্থী ছিল।
প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিলন জানান, ঘটনার বিষয়ে পাংশা উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিতভাবে দরখাস্ত করা হয়েছে। দুইকক্ষ বিশিষ্ট ওই ভবনে পাঠদান কার্যক্রম বিরত রাখা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের অন্য ভবনে পাঠদান করা হয়। ক্ষতিগ্রস্ত ভবন পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত সেখানে পাঠদান করা হবে না।
জানা যায়, কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইকক্ষ বিশিষ্ট একতলা ভবনটি পুরাতন। বিভিন্ন সময়ে রং করা হলেও বৃষ্টি হলে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha