ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুল ছাত্র শাহেদ হত্যা মামলার আসামি জসিম মোল্যার বিরুদ্ধে হেলেনা বেগম নামের এক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধু জসিম মোল্যাসহ ৮ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হেলেনা বেগম রায়ের পানাইল গ্রামের মো. নুর ইসলাম শেখের স্ত্রী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, হেলেনা বেগমের দেবরের ছেলে স্কুল ছাত্র শাহেদ শেখ প্রতিপক্ষের হামলায় এ বছরের ৩১ জানুয়ারিতে নিহত হয়। ওই মামলার ৪ নং আসামি জসিম মোল্যাসহ ১০ জনকে আসামি করা হয়।
আসামিরা পলাতক থেকে জামিনে আসে এবং পূর্বের ন্যায় অত্যাচার শুরু করে। শনিবার দুপুরে হেলেনা বেগম নিজ বাড়ির সামনে রাস্তার উপর পাটখড়ি শুকানোর কাজে ব্যস্ত থাকার সময় জসীম মোল্যা পিছন থেকে শ্লীলতাহানি করে। এসময় অন্য অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে মারধর করে। হেলেনা বেগমের গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
সরেজমিন শনিবার রাতে জসিম শেখের সাথে কথা হলে তিনি এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। তিনি আরও বলেন তাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।