মাগুরার মহম্মদপুর উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে তিন শতাধিক সুভিধা বঞ্চিত অসহায় মানুষ।
আজ রবিবার দিনব্যাপী উপজেলার বাবুখালি ইউনিয়নের ডুমুরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকার বারডেম ও কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ তিনজন ডাক্তার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ পেয়ে খুশি স্থানীয়রা। নিয়মিত এমন ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন সুভিধাভোগী ও এলকাবাসি।
সকাল ৯টা বাজতেই চিকিৎসা নিতে আসতে শুরু করেন স্থানীয়রা। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ লাইনে দাড়িয়ে বিনামূলে এই চিকিৎসা সেবা গ্রহন করেন। ক্যাম্পে একজন নারী ও দুইজন বিশেষজ্ঞ ডাক্তার সেবা গ্রহীতাদের বিভিন্ন রোগের চিকিৎসা দেন।
সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে অন্তত তিন শতাধিক নিন্ম মধ্যবিত্ত পরিবারের মানুষরা বিভিন্ন রোগের এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেয়া হয় তাদের। চক্ষুরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয় এখানে।
প্রত্যন্ত অঞ্চল চরসেলামতপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা মরিয়ম নামে একজন বলেন, আমি গরীব মানুষ। চেম্বারে ডাক্তার দেখাতে গেলে ৫০০-৬০০ টাকা ফি লাগতো। আজকে বিনামূল্যে ডাক্তার দেখালাম সাথে ঔষধ পেলাম। খুব ভাল লাগছে।
রাহের শেখ নামের ৭৫ বছরের আরেকজন বৃদ্ধ বলেন, আমি ডায়াবেটিক রোগী। বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে এখানে এসে প্রথমে প্রেসার চেক করেছি। পরে টোকেন নিয়ে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার আমাকে ওষুধসহ অনেক পরামর্শ দিয়েছেন। নিয়মিত এমন কার্যক্রম চালোনোর অনুরোধ করেন তিনি।
হাফিজা নামে এক নারী বলেন, আমার রক্তের গ্রুপ জানতাম না। এখানে এসে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছি। এছাড়াও আমার শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখিয়াছি। বিনামূল্যে কিছু ঔষুধ পেয়েছি।
এ সময় চিকিৎসা নেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক আ ন ম এনামুল বশির খোকন, বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সজ্জাদ আলী, দ্বীপ্ত পথিক সংগঠনের সভাপতি শেখ সালাউদ্দিন, এম আরিফুজ্জামান। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ডা. এ আর বাবুল রশিদ এমডি সিসিএস (ইউক্রেন) ও প্রতিষ্ঠাতা মালেকা চক্ষু হাসপাতাল মাগুরা, ডা. নাফিস শাহরিয়ার রেজা, এমবিবিএসম বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), ডা.দিলারা খাতুন, এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর ড. মাখলুকুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কুষ্টিয়া এবং আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্র মাগুরা।
পরে সেচ্ছায় রক্তদান, ও ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের দেওয়া হয় ডোনার কার্ডসহ আকর্শনীয় গিফট বক্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha