আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৭:১৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৭, ২০২২, ৪:০৯ পি.এম
মাগুরায় সাফ ফুটবল বিজয়ী সাথী-ইতিকে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২ এর বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য মাগুরা শ্রীপুর উপজেলার কৃতি খেলোয়াড় সাথী বিশ্বাস ও ইতি রানীকে জেলা মহিলা ক্রীড়া সংস্থা, মাগুরা পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার ৬ অক্টোবর সাথী বিশ্বাস ও ইতি রাণীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা লেডিস ক্লাবের সভাপতি প্রফেসর ডঃ নাসরিন আক্তার।
এ সময় আরও ল উপস্থিত ছিলেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, বিজয়ী সাফ ফুটবল মহিলা সাথী ও ইতির কোচার প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মাগুরা পৌরসভা অফিসের লিলি খাতুন সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রফেসর ডঃ নাসরিন আক্তার বলেন, মাগুরা শ্রীপুর উপজেলার গর্ব সাথী ও ইতি। তিনি আরও বলেন, এগিয়ে যাক বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলাধুলায় মাগুরার মেয়েরা, এগিয়ে যাক বাংলাদেশের মেয়েরা, এই বক্তব্য দিয়ে বিজয়ী সবাইকে শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha