রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ও পাট্টা ইউপির হতদরিদ্র ১৮টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩৬ টি ছাগল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ীর ভিপিকেএ ফাউন্ডেশনের ছাগল পালন কর্মসূচির আওতায় সরিষা দক্ষিণপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন ও আব্দুর রব, সহকারী পরিচালক (নিরীক্ষা) মোঃ ফারুক শেখ, সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা খাতুন ও সরিষা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমান মাওলানা মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, সরিষা ইউপির সরিষা গ্রামের ৯টি পরিবার ও পাট্টা ইউপির নিভা গ্রামের ৯টি পরিবারের প্রত্যেক পরিবারের দুটি করে মোট ৩৬টি ছাগল বিতরণ করা হয়। ছাগল পালনে সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha