আজকের তারিখ : এপ্রিল ২৫, ২০২৫, ১২:৩৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২২, ৪:৩০ পি.এম
মাগুরায় উন্নত জাতের গাভী পালনের জন্য সমবায় বিভাগের ঋণের চেক বিতরণ

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে সমবায় বিভাগের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ৩ অক্টোবর ২০২২ খ্রিঃ বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম। সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা ডঃ তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, উপ-নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা ফারহানা আফরোজ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার, মাগুরা মৃনাল কান্তি মল্লিক। এছাড়াও চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী নিবন্ধক জেলা সমবায় কার্যালয়, মাগুরা ফরিদুল ইসলাম, এজিএম রুপালী ব্যাংক লিঃ মাগুরা সঞ্জয় কুমার শিকদার, ঢাকা কলেজের কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান সাবেক প্রফেসর এপি শিকদার সহ সমবায় বিভাগের অফিসার বৃন্দগণ।
মাগুরা সদর উপজেলার ২ টি সমিতির ৫০ জন সদস্যদের মাঝে প্রত্যেক মহিলা সদস্যদের ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। সমিতি ২ টা হলো- রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি ও রুপকথা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি। রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য সাধনা শিকদার বলেন, মাগুরা সমবায় বিভাগের সাহায্য ও ঋণের সহযোগিতায় শুন্য থেকে বর্তমান সময়ে তার ১০ টি গরু পালনের সাফল্যের গল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিচালক সমবায় অধিদপ্তর ঢাকা ডঃ তরুণ কান্তি শিকদার বলেন, সমবায় সংগঠনের মূল উদ্দেশ্য হলো, প্রতিটি সমবায়ী সদস্যকে দক্ষ ভাবে নিজেকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে নিজেকে গড়ে তোলা।
তিনি আগত মহিলা সদস্যদেরকে উন্নত জাতের ঘাস চাষ, গরুর গোবর থেকে কম্পোস্ট সার তৈরি ও আধুনিক ভাবে হাতে-কলমে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সভাপতি জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম বলেন, বাংলাদেশের সাফল্যের মূলমন্ত্র হলো নারী সমাজ।
তিনি সকল সমবায়ী মহিলাদেরকে বলেন, আপনারা সঠিক নিয়মে সময়মত সমবায়ের প্রশিক্ষণ গ্রহণ করে দেশ ও জাতির উন্নয়ন করতে সাহায্য করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha