মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের একটি চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শন করেন স্থানীয় একজন জনপ্রতিনিধি। হল পরিদর্শণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর শুরু হয় নানা প্রশ্ন, বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন স্থানীয় একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরীক্ষার হল পরিদর্শণের এ ঘটনাটি ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন জনৈক সাংবাদিক। এরপর শুরু হয় তুমুল বিতর্ক এবং সমালোচনা।
অনেকেই প্রশ্ন তোলেন একজন জনপ্রতিনিধি ইচ্ছে করলেই কী এসএসসির হল পরিদর্শণ করতে পারেন কিনা! ওই জনপ্রতিনিধি এদিন মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার হল পরিদর্শণ করেন। এ সময় স্থানীয় একজন সংবাদকর্মীও তার সাথে হলে প্রবেশ করেন। ওই সংবাদকর্মী হল পরিদর্শণের ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক ও সমালোচনা। হল পরিদর্শন চলাকালিন সময়ে পরীক্ষার্থীরা খাতায় লেখা বন্ধ করে তার দিকে তাকিয়ে থাকেন। এবং তাকে করতালি দিয়ে স্বাগত জানায়। বিষয়টি মহম্মদপুরে টক অবদা টাউনে পরিণত হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনা
মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় আমাদেরকে জানান যে, তিনি ইউএনও স্যারের অনুমতি নিয়ে হল পরিদর্শণে এসেছেন।’
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন বলেন, ‘আমি ইউএনও মহোদয়কে জানিয়ে হল পরিদর্শনে গিয়েছিলাম।’
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ‘আমাকে কিছু না জানিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হল পরিদর্শণ করেছেন।’ এবং তার হল পরিদর্শনে যাওয়ার কোন সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha