ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বাবেসপ্রশিস ময়মনসিংহ জেলার সম্মানিত সদস্য পারভীন আখতার রেবা'র সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাবেসপ্রশিস ময়মনসিংহ জেলার যুগ্ন আহ্বায়ক সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ.ম.ম খলিলুর রহমান মুনসুর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবেসপ্রশিস ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ও মৃত্যুঞ্জয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক ও সেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাবেসপ্রশিস ময়মনসিংহ জেলার সম্মানিত সদস্য মো. খলিলুর রহমান, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলাম বাদশা,শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশোতুষ চক্রবর্তী, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কিশোর চন্দ্র সাহা, বৈদ্যবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোখলেছুর রহমান, সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ।
পরে পারভীন আখতার রেবা সভাপতি ও আ.ম.ম খলিলুর রহমান মুনসুর কে সাধারণ সম্পাদক ঘোষণা করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha