ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গণধর্ষণের মামলায় ৩ যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। শনিবার (১৭সেপ্টম্বর) পুলিশ গ্রেফতারকৃতদের ময়মনসিংহ কোর্ট হাজতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২/০৯/২২ উপজেলার রঘুনাথপুর এলাকার দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে পথিমধ্য থেকে মাইক্রোতে তুলে প্রতিবেশী তোতা মিয়ার ছেলে ইসমাইল হোসেন অরিত (২২) সাইফুলের ছেলে মো. মনির (২০) আবুল হোসেনের ছেলে মো.জসিম (২৫) তোতা মিয়ার ছেলে সুমন (৩০) অপহরণ করে গাজীপুরের শফিপুরে নিয়ে যায়। পরের দিন রাত আনুমানিক ২ টার দিকে আসামীরা ওই মেয়েকে গাজীপুরের শফিপুরের নির্জণ জঙ্গলে নিয়ে যায়। সেখানে অরিত ও তাঁর বন্ধুর সহযোগীতায় মো.জসিম ও সুমন পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা তারা ভিডিও ধারণ করে রাখেন বলে মেয়েটির ধারণা ।
এই ঘটনা কাউকে জানালে খুন করার হুমকি দেন ও মেয়েটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান ঘাতকেরা। পরে পথচারী লোকজন মেয়েটিকে উদ্ধার করে শফিপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনা ভোক্তাভোগীর পিতাকে অবহিত করলে তিনি তাঁর ভাতিজাকে পাঠিয়ে মেয়েটিকে বাড়ী নিয়ে আসেন। পরে মেয়েটি তাঁর পিতাকে ঘটনার বর্ণনা দিলে তিনি বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। ফুলবাড়ীয়া থানা যার মামলা নং-২০, ১৭/৯/২২।
আরও পড়ুনঃ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কুলখানি আগামীকাল |
ফুলবাড়ীয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha