শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রান্ডিং কর্মসূচির আওতাভুক্ত খাদ্য বান্ধব কর্মসূচি সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা উপলক্ষ্যে, মাগুরায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টার সময়ে মাগুরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, মাগুরা এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, মাগুরা মনোতোষ কুমার মজুমদার।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী, মহম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহদী হাসান শিহাব, সদর (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কমকর্তা নূরে আলম সিদ্দিকী, খাদ্য পরিদর্শক রতন কুমার দাস, হাজীপুর ইউনিয়ন ডিলার আইয়ুব হোসেন (দিপু), চাউলিয়া ইউনিয়ন ডিলার আব্দুল মোমিন বিশ্বাস, মঘী ইউনিয়ন ডিলার সিরাজুল ইসলাম, আঠারখাদা ইউনিয়ন ডিলার তিতাস রাহা, হাজরাপুর ইউনিয়ন ডিলার ফজলুর রহমান, রাঘবদাইড় ইউনিয়ন ডিলার আব্দুস সালাম সহ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা-কর্মচারী ও ডিলার সদস্য বৃন্দগণ।
মতবিনিময় সভা অনুষ্ঠানে, সভাপতি জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর ব্রান্ডিং কর্মসূচির আওতায় ভুক্তা কর্মসূচি। এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য খাদ্যবান্ধব ডিলারসহ সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন পূর্বক কর্মসূচির সকল কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কারো কোন দায়িত্ব পালনে কোন প্রকার গাফিলতি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে খাদ্যবান্ধব কমসূচি মতবিনিময় সভা অনুষ্ঠানে ৪ উপজেলার ৬৭ জন ডিলার উপস্থিত ছিলেন।