ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের প্রায় ৫৮ হাজার টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও একটি পিকআপ ভ্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগীবরাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার মধ্যেরগাতি গ্রামের ফরিদ শিকদার, যোগীবরাট গ্রামের শাহিন শেখ, মিল্টন শেখ ও টিটুল শেখ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।
আলফাডাঙ্গা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এস আই রবিউল ইসলাম নেতৃত্বে একদল সদস্য উপজেলার যোগীবরাট এলাকায় একটি পিকআপ ভ্যানে মাদক বহন করা গাড়ি তল্লাশী করে চালকের আসনে ছিটের নিচে চার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে গাড়িতে থাকা যুবকদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ঘরে আরও মাদক আছে বলে স্বীকার করে। বাড়ি তল্লাশী করে ৭৬ পিচ ইয়াবা, মাদক সেবনের আলামত ও মাদক বিক্রয়ের ৫৭,৯০০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ দেড়মাসে ৭টি পৃথক সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক
ওসি মো.ওয়াহিদুজ্জামান বলেন, ৮০ পিচ ইয়াবা, সেবন করার সরঞ্জাম, মাদক বিক্রয়ের নগদ টাকা ও একটি পিকআপ ভ্যানসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আসামিদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয় । আসামিদে বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫