আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৯, ২০২২, ৭:১৪ পি.এম
খেলাঘরের উদ্যোগে অকাল প্রয়াত সাংবাদিক কে এম রুবেলের স্মরণ সভা অনুষ্ঠিত

অকাল প্রয়াত সাংবাদিক খেলা ঘরের সংগঠক কেএম রুবেলের স্মরণে এক স্মরণ সভা আজ শুক্রবার বিকেলে শহরের খেলা ঘরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন মোহাম্মদ লিটন আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসুল তানিয়া, খেলাঘরের সহসভাপতি উত্তম দত্ত, সহ-সভাপতি রুবিয়া মিল্লাত, শাহজাহান ফকির, সাংবাদিক হাসানুজ্জামান, মরহুম রুবেলের স্ত্রী আফসানা মিমি, ছেলে তামিম ইসলাম, ভাই মশিউর রহমান মনি, চ্যানেল 24 এর ক্যামেরা পারসন মোহাম্মদ রুবেল মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলা ঘরের সাধারণ সম্পাদক ববি হক।
স্মরণ সভায় খেলা ঘরের সংগঠক সাংবাদিক কে এম রুবেলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রুবেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় খেলা ঘরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha