আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৮, ২০২২, ৯:৩৯ পি.এম
অর্থ আত্মসাৎঃ ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালককে কারাগারে প্রেরণ

অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আব্দুল হামিদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচুয়েটির ৫০ লাখ টাকা চেকের মাধ্যমে তুলে আত্মসাৎ করেন মর্মে তার নামে একটি মামলা করেন সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কুদ্দুসুর রহমান। যার মামলা নং: সদর সিআর-৮৪৪/২০২২।
এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্র্বতীকালীন ৬ সপ্তাহের জামিনে ছিলেন অলিয়ার রহমান। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানের বিরুদ্ধে এ পর্যন্ত অর্থ আত্মসাৎ এর তিনটি মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাদী পক্ষের এ আইনজীবী।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha