চলতি বছরে অর্থাৎ ২০২২ সালেই Flying Drone Camera Phone নামের একটি অভিনব ডিভাইসের সাথে হাজির হতে চলেছে Vivo। গত বছরের শেষার্ধে আলোচ্য ডিভাইসে ব্যবহৃত ‘ইউনিক টেকনিক’ -এর পেটেন্ট জমা পড়ার পর থেকেই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল।
আর এখন টেক সংস্থাটির এই লেটেস্ট টেকনোলজির স্মার্টফোনের ফিচার ও কার্যকারিতা সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ্যে এলো। জানা গেছে, এটি একটি 5G ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে। ভিভোর এই লেটেস্ট তথা 'ইউ
এবারও Flying Drone হ্যান্ডসেটটি বাজারজাত হলে তা স্মার্টফোন বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুসারে, ভিভোর এই লেটেস্ট তথা ‘ইউনিক’ স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৭ প্রটেকশন সহ একটি ৬.৯ ইঞ্চির সুপার AMOLED টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া হবে পারে, যার রেজোলিউশন হবে ১৪৪০x৩২০০ পিক্সেল। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচারও থাকতে পারে।
আরও পড়ুনঃ কী থাকছে নতুন অ্যাপল এর ইয়ারফোনে?
অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Vivo Flying Drone ক্যামেরা ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ ৫জি প্রসেসরের সাথে সজ্জিত হয়ে আসতে পারে। এতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য, আলোচ্য হ্যান্ডসেটে ৬,৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। জানা যাচ্ছে, এই ব্যাটারি একক চার্জে সর্বনিম্ন ৩৬ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে বলে ধারণা করা যাচ্ছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha