আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৫, ২০২২, ৫:২৪ পি.এম
ফরিদপুরের ট্রেন ও অটো বাইকের সংঘর্ষে মা ও শিশু নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ভাঙ্গা হতে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ইজি বাইকের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নস্থ শ্রীরামদিয়া রেল ক্রসিং এলাকায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি শ্রীরামদিয়া নামক স্থানে পৌছালে ভাঙ্গা থেকে রাজেন্দ্রপুরগামী একটি ইজিবাইক ২ জন যাত্রীসহ অবৈধভাবে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রেন ইজিবাইকটিকে প্রায় আধা কিঃমিঃ ঠেলে নিয়ে যায় এবং ইজিবাইকটি দুমরে মুচরে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ইজিবাইকের ভিতরে থাকা যাত্রী লিমা(২৫), স্বামী-ইকবাল, সাং-সদরদী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর এবং তার ছেলে ইমরান(০৭) ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় জনসাধারন, ফায়ার সার্ভিস এবং নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ কে অবহিত করা হয়েছে এবং রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
স্থানীয় দের অভিযোগ ইজিবাইকটি নির্ধারিত রাস্তা দিয়ে না গিয়ে অবৈধভাবে রেল লাইনের উপর দিয় রেল ক্রসিং পার হওয়ার চেস্টা করার কারণে উক্ত দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha