আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ১:৫৪ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১, ২০২২, ৯:৫৫ পি.এম
সালথায় নছিমন উল্টে গিয়ে যুবক নিহত

ফরিদপুরের সালথায় সেভেনআপ বহনকারী নছিমন উল্টে গিয়ে বিপুল মাতুব্বার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
সালথা থানা পুলিশ, নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বার) দুপুর ২ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা টু নগরকান্দা রোডের ভাওয়াল পুর্বপাড়া মোল্লা বাড়ির সামনে এ সড়ক র্দূঘটনা ঘটে। নিহত বিপুল, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামের কবির মাতুব্বারের ছেলে। সে সেভেন-আপ কোম্পানির সেলসম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সালথা থেকে নগরকান্দা যাওয়ার সময় ভাওয়াল মোল্যা বাড়ির সামনে রাস্তার মোড় ঘুরতে গিয়ে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় নছিমনে বসে থাকা বিপুল মাতুব্বর নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও নছিমনের ড্রাইভার সুমন গুরুতর আহত হয়। সড়ক দূর্ঘটনায় নিহত বিপুলের মামা আব্দুর রহমান খান বলেন, এ সড়ক দূর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ি করছি না। কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগও নাই। ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া জানান, এটা একটা সড়ক দূর্ঘটনা। নিহত বিপুল এর পরিবারের সাথে কথা বলেছি, তাদের কোন অভিযোগ নেই।
সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে বিপুল নামে এক যুবকের মৃত্যু হয়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha