আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১, ২০২২, ৮:৩২ পি.এম
খোকসায় খোলা বাজারে ৩০ টাকা দরে চাউল পাবে প্রতিদিন ১২ পরিবার

কুষ্টিয়ার খোকসায় খোলা বাজারে ৩০ টাকা দরে চাউল পাবে প্রতিদিন ১২ পরিবার ।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোকসা উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ৩ জন ডিলারের মাধ্যমে প্রতিদিনের ৬ মেট্রিক টন চাউল ৩০ টাকা দরে একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাউল ক্রয় করতে পরবে।
বৃহস্পতিবার সকাল ৯ টার উপজেলার শোমসপুর আলহাজ্ব সদর উদ্দিন খান পশু হাট এর পাশে ওএমএস দোকানে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস। পরে একে একে পৌরসভার টিএনটি অফিসের সামনে ওএমএস দোকানে ও থানা পাড়ায় ওএমএস দোকানে চাল বিক্রয় কেন্দ্রের চাউল বিক্রয় উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক, খোকসা থানার প্রতিনিধি মেহেদী হাসান, ট্যাগ অফিসার সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিআরডিপি কর্মকর্তা ইয়ারুল ইসলাম ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক সোহেল রানা, খোকসা প্রেসক্লার এর সাধারণ সম্পাদক শেখ সাঈদুল ইসলাম প্রবীন, তিন জন ডিলার তাওহিদ মাহমুদ সৈকত, সায়েম হোসেন সুজন ও রফিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তার ভিত্তিতে অগ্রাধিকার প্রকল্পের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি খোলা বাজারের ওএমএস পদ্ধতিতে চাল বিক্রয় কার্যক্রম সত্যি প্রশংসার দাবি রাখে এবং সময় উপযোগী। তিনি বলেন ৩০ টাকা দরে চাউল যেন সাধারণ মানুষ যথাসময়ে যথাস্থান থেকে ক্রয় করতে পারে এ ব্যাপারে সবার সার্ভিস সহযোগিতা কামনা করেন।
এ সময় হতদরিদ্র দিন মুজুর আব্দুল কালাম বলেন বাজারের ৬০ টাকা কেজি চাল খোলাবাজারে ৩০ টাকা পেয়ে আমাদের মতন গরিব মানুষের খুব উপকার হবে। তিনি বলেন শেখ হাসিনার এই উদ্যোগে আমরা খুব খুশি। ওএমএস এর মাধ্যমে সপ্তাহে দুই দিন ছুটি বাদে ২২ দিন এই চাউল খোলা বাজারে বিক্রি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha