রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমীতে মঙ্গলবার ৩০ আগস্ট অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একাডেমীর শিক্ষক অভিভাবক পরিষদের (পিটিএ) সভাপতি, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে ছাত্র অভিভাবক মো. ওয়াজেদ আলী সরদার, সঞ্জয় কুমার প্রামানিক, ছাত্র অভিভাবক ও সাংবাদিক মো. আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন।
অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী। তিনি শিক্ষার্থীদের প্রতি ২০টি নির্দেশনাবলী বাস্তবায়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ৯ম ও ১০ম শ্রেণির শুধুমাত্র ছাত্রদের অভিভাবক সমাবেশ হয়। গত ২৪ আগস্ট থেকে ধারাবাহিকভাবে অভিভাবক সমাবেশ চলছে। অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মনোন্নয়ন করা ও শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুনঃ গ্রাম অঞ্চলে চাহিদা বাড়ছে মাটির তৈজসপত্রর
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha