দীর্ঘ দিন স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাব বন্ধ থাকায় অতিরিক্ত টাকা খরচ করে সর্ব শ্রেণির রোগীরা বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করিয়েছেন। অনেক দরিদ্র অসহায় রোগী টাকার অভাবে পরিক্ষা নিরীক্ষা করাতে পারেনি। ফিরে গেছে মনের মাঝে কষ্ট নিয়ে।
দীর্ঘ ১০ বছর পরে ফরিদপুরের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবরেটরিতে একজন টেকনোলজিস্ট যোগদানের পরে অনেক পরিক্ষা নিরীক্ষা চালু হয়েছে। এতে করে অসহায় মানুষ সরকারি ফি জমা দিয়ে কম টাকার প্রয়োজনীয় পরিক্ষা করাতে পারছে।
গতকাল মঙ্গলবার উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের ছমিরন বেগম এসে ছিলেন স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসক তাকে সিবিসি টেস্ট করাতে এসে সরকারি ফি ১৫০ টাকা দিয়ে করিয়েছে। একই টেস্ট বাহির থেকে করালে খরচ হতো প্রায় ৫০০ টাকা। বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মনির হোসেন ইসিজি করিয়েছে ৮০ টাকা দিয়ে বাহিরে কয়েক গুণ টাকা খরচ করে করতে হতো। এসমন করে বর্তমানে ১৭টি বিভিন্ন প্রকার ল্যাব টেস্ট হবে সরকারি ভাবে।
সদ্য যোগদানকৃত মেডিকেল টেকনোলজিষ্ট এমটি আরিফুজ্জামান জনান, আমি এখানে এসে ল্যাবের সকল কার্যক্রম বন্ধ পেয়েছি। নতুন বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র ও মালামাল রিকুইজিশন দিয়েছি, ইতোমধ্যে আমাদের পরিক্ষা নিরীক্ষা চালু হয়েছে সরকারি ফি পরিশোধ করে যে কেউ এই পরিক্ষা করাতে পারবেন।
আরও পড়ুনঃ একাধিক মামলার আসামি এরশাদ গ্রেপ্তার
আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স অনেক জনবল সংকট রয়েছে চাহিদাপত্র দেওয়া হয়েছে একাধিক বার। একজন মেডিকেল টেকনোলজিস্ট যোগদানের পরে সরকারী ল্যাবে পরিক্ষা নিরীক্ষা চালু হয়েছে। এখন থেকে এই অঞ্চলের লোকজন স্বল্পমূলে পরিক্ষা করার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha