আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ৭:৪৮ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২২, ১১:৫০ পি.এম
খোকসায় কৃত্তিম সার সংকট ও দাম বৃদ্ধি রোধে মনিটরিং জোরদার

সার মজুদ রেখে কৃত্রিম দাম বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও রিপন বিশ্বাস।
কুষ্টিয়ার খোকসায় কৃত্রিম সার সংকট ও দাম বৃদ্ধির রোধে মনিটরিং জোরদার শুরু করেছেন উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। সার মজুদ রেখে কৃত্রিম দাম বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ।
এই লক্ষ্যে তিনি গতকাল বিভিন্ন সার ডিলার ও সার বিক্রেতার দোকানে অভিযান চালান। তিনি সার বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন কোনরকম স্যারের কৃত্রিম সংকট করে দাম বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন ডিলাররা যেন বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন করে এর জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত মনিটরিং জোরদার করতে হবে।
তিনি বলেন কোনো কোনো ডিলার বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন না করার কারণে সার বিক্রির সময় রেশনিং করে থাকেন, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।ফলে মাঠপর্যায়ে কৃষকের মাঝে এক ধরনের কৃত্রিম সার সংকট সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন কোনো ডিলার যেন নিয়ম বহির্ভূত ভাবে সার বিক্রিতে রেশনিং না করতে পারেন, সেজন্য ডিলারদের সতর্ক করাসহ তদারকি করন ও মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা সরকারি কমিশনের (ভূমি)মোঃ ইসাহাক আলী ও উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা প্রমুখ।
ছবি:
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha