আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৭ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২২, ২০২২, ১০:৪০ পি.এম
মোবাইল ও ফেসবুকের কুফলতাকে ফেলে দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় দিকে মননিবেশ করতে হবে
কুষ্টিয়ার খোকসায় ক্রিড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ অংশ হিসাবে দাবা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। সোমবার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা ক্রিড়া অফিসের আয়োজনে উক্ত দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি রিপন বিশ্বাস বলেন খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা মোবাইল ও ফেসবুকের কুফলতাকে ফেলে দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা দিকে মননিরেশ করো তাহলে তোমরা জীবনে এগিয়ে যেতে পারবে।
তিনি এ ব্যাপারে ক্রিড়া সংস্থা ও শিক্ষকদের সার্ভিস সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া অফিসার তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী রহিম উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা,শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রহিম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক বিমল পাল, শাহানা বেগম, সহকারী শিক্ষক স্বপন বিশ্বাস,ক্রীড়া শিক্ষাক আব্দুল আজিজসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ছাত্রছাত্রীবিন্দু উপস্থিত ছিলেন। উক্ত দাবা প্রতিযোগিতায় ১০টি স্কুলের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha