আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১২:২৫ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২১, ২০২২, ৪:২২ পি.এম
মাগুরায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
মাগুরায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার ২১ আগস্ট সকাল ১০ টার সময় নোমানী ময়দানের সড়ক হতে শহরের ভিতরে বিশাল মিছিলের বহর যায়।
তৎকালীন ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত এর যোগসাজশে ২১ আগস্ট তারিখে সারাদেশ ব্যাপী নারকীয় গ্রেনেড হামলার ভয়াল সেই দিনের অনেক লোকজনের মৃত্যু হয়। আর সেই সাথে আজও অনেক লোকজন পঙ্গুত ও শারীরিক অক্ষমতায় বেচে আছে। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ১৮ তম বার্ষিকীতে মাগুরা জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, বাংলাদেশ কৃষক লীগের সদস্য এ্যাডভোকেট মিরুল হাসান, কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য ফিরোজ আহমেদ সহ মাগুরা জেলা আওয়ামীলীগের সবস্তরের নেতা-কর্মী বৃন্দগণ।
মাগুরা জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মৎসজীবীলীগ,জেলা কৃষক লীগ, জেলা শ্রমিকলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা শ্রমিক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান প্রধান অতিথি মহোদয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha