ঝিনাইদহে বেপরোয়া ভাগ্নেকে শাসন করতে গিয়ে অসাবধানবশত মারপিটে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেঝে শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায়।
নিহত ভাগ্নের নাম সলোক হোসেন (২৭)। সে হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে ঝিনাইদহ শহরের ব্যবপারীপাড়ায় বসবাস করতো। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, সলোক হোসেন বেপরোয়া জীবন যাপন করতো। মাকে প্রায় মারধর করতো।
আরও পড়ুনঃ শৈলকুপায় শিক্ষক হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত
অতিষ্ঠ মা তার ভাইদের খবর দিয়ে বৃহস্পতিবার দুপুরে সলোককে মারধর করে তার চাচাতো মামা সদর উপজেলার জাদুড়িয়াকে গ্রামের গোলাম রসুলের ছেলে খাইরুল ইসলাম ছোটন। মারধরের ফলে সলোক মাথায় আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার বিকালে মারা যায়। খবর পেয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ও সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। তিনি গনমাধ্যমকর্মীদের জানান, শাসন করতে গিয়ে এমনটি ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha