আজকের তারিখ : মে ১১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৮, ২০২২, ১:২৬ এ.এম
ফরিদপুরে জন্মাষ্টমী উৎসব পালন

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে রেলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গীতিনাট্য পরিবেশন করা হয়।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয় হতে একটা বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে। র্যালিটি শহরের অম্বিকা মেমোরিয়াল হলে পৌঁছলে এখানে আলোচনা সময় অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মাদ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি আছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংস্থা ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাশ ব্রহ্মচারী, শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরবানন্দ মহারাজ, ফরিদপুর সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, ফরিদপুর শহর পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমূখ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ এবং শেষ পর্বে গীতি নাট্য অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত ও জয় বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha