করেছেন বেসরকারী চাকুরী বড় করেছেন দুই ছেলে এক মেয়েকে। পুরানো জং ধরা টিনের ঘরে বসবাস করতেন। জীবনের এই শেষ সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বীর নিবাস পাকা ঘরে পরিবার নিয়ে বসবাস করবেন ফরিদপুরের আলফাডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা খান রবিউল ইসলাম (৬৫)। তাঁর সেই আশা পূরণ হলো না।
নির্মাণাধীন বীর নিবাসে ঘুমানোর আগেই চির নিদ্রায় শায়িত হয়েছেন তিনি।
সোমবার শোকের দিনে বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা খান রবিউল ইসলাম ইন্তেকাল করেছেন।
তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার রাতে জানাজাশেষে তার লাশ কামারগ্রাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
আরও পড়ুনঃ সংবাদ প্রকাশের পর ১২ বছর শিকলবন্দী মিলনের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha