আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৭, ২০২২, ১:৫৭ পি.এম
ফরিদপুর জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়া এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুর জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা কৃষকদলের উদ্যোগে সংগঠনের সাবেক সাধারণ সাম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়া এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুর আইনজীবী ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে তারা।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হেলাল উদ্দিন,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হোসেন সহ কৃষক দলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান। তারা বলেন সরকার তার অবৈধ কাজ কর্মের সহযোগী হিসেবে পুলিশকে ব্যাবহার করছে।জ্বালানি তেলের দাম সরকার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে দেশের সাধারণ মানুষের জীবণ যাত্রাকে দুর্বীষহ করে তুলেছে। কিন্তু এভাবে বেশিদিন চলতে পারে না। অচিরেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং আগামী দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগ করানো হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha