আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৮:৫২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৭, ২০২২, ৮:৩৭ পি.এম
ফরিদপুরে গন অধিকার কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জ্বালানী তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে গন অধিকার কেন্দ্রীয় কমিটির উদ্যোগ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক সাহেদ আহমেদের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ মিন্টু হোসেন,সদস্য শেখ বাচ্চু,সদস্য মোহাম্মদ উল্লাহ ও মোঃ আসরাফসহ গন অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন জ্বালানী তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং কারনে জন জীবন আজ বিপর্যস্ত হয়ে পরেছে। তাই অনতিবিলম্বে সরকারকে জ্বালানী তেলের দাম কমানোসহ সুষ্ঠু জ্বালানীনীতি প্রনয়ন করতে হবে এবং সকল কিছুর দাম জনসাধারণের ক্রয়সীমার মাঝে রাখার জন্য সরকারের নিকট দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha