দৈনিক ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
সোমবার দুপুরে আলফাডাঙ্গা পরিবহন কাউন্টারের পাশে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মুজাহিদুল ইসমাল নাঈম বাদী হয়ে জাপান মোল্য ও পারুল বেগমসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার দুুপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাপান মোল্যা ও তার সহযোগী পারুল বেগমসহ অজ্ঞাত ৪-৫ জনের একটি দল আলফাডাঙ্গা পরিবহন কাউন্টারের সামনে সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় সাংবাদিক পিটিয়ে জখম করলো পৌর মেয়রের ভাই
আলফাডাঙ্গা থানার ওসি মো.ওয়াহিদুজ্জামান বলেন, আসামি পারুল বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য তৎপর রয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha