আজকের তারিখ : অগাস্ট ২, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১, ২০২২, ৯:৫৯ পি.এম
খোকসা মাধ্যমিক পর্যায়ে মানিক সমন্বয় সভা

কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শকিব খান টিপু এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি রিপন বিশ্বাস বলেন শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, শ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রদের শতভাগ উপস্থিত নিশ্চিতকরণ ও বোর্ড কারিকুলাম কর্তৃক প্রণীত নির্ধারিত নিয়মে পাঠদান পদ্ধতি নিশ্চিত করে করতে হবে। সেই সাথে শিক্ষক অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার মান উন্নয়নের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
উপস্থিত থেকে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গোপগ্রাম এজেডএম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, বিলজানি দাখিল মাদ্রাসার সুপার আবদুল আউয়াল, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান, গনেশপুর মাদ্রাসার সুপার বদিউজ্জামান, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
উপস্থিত বক্তাগণ শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক কে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha