কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে পাংশা উপজেলা কৃষক লীগ সোমবার (১আগস্ট) শোক-শ্রদ্ধায় শোকাবহ আগস্টের কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, সোমবার সকাল ১০টায় পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি ও কলিমহর ইউপির প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রোকন উদ্দিন বকুল বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), রাজবাড়ী জেলা কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন উজ্জল ও মোঃ আতর আলী, পাংশা পৌরসভা কৃষক লীগের আহবায়ক মাসুদ সরদার, যুগ্ম আহবায়ক আজগর আলী ও মাছপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আনছার আলী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মোয়াজ্জেম হোসেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় খুনের মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোমেনা খাতুন, পাংশা উপজেলা কৃষক লীগের সদস্য নুরুল ইসলাম নুরু, মোঃ নজরুল ইসলাম, মোবারক হোসেন ও রেহেনা খাতুন, পাংশা পৌরসভা কৃষক লীগের যুগ্ম আহবায়ক কমল সরকার, কলিমহর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ দবির উদ্দিন ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, বাবুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জিলানী সরদার, কসবামাজাইল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তুহিন বিশ্বাস, যশাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাহেব আলী ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রামানিক, সরিষা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তাপুসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha