আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১১:১০ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৭, ২০২২, ৯:১১ পি.এম
পাবনার চাটমোহরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
পাবনার চাটমোহরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে পাবনা পল্লী বিদুৎ সমিতির রনী মিঞা( ৩৮) নামে এক লাইন্যানের মৃত্যু হয়েছে। নিহত লাইনম্যান রাজশাহীর পবা উপজেলার শাহ মখদুম এলাকার মৃত বেলায়েত হোসনের ছেলে।
বুধবার ২৭ জুলাই দুপুর ১২ টার দিকে চাটমোহর উপজেলা পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা গেছে বুধবার দুপুরে উপজেলার ভেতর আনসার ব্যারাকে নতুন সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎতের পোল উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মাজায় বেল্ট বাধা অবস্থায় ঝুলতে থাকে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সহোযোগিতায় প্রায় ১০ মিনিট পরে ঝুলন্ত আবস্থা থেকে লাইনম্যান রনীকে নিচে নামিয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম, ওসি মো জালাল উদ্দিন,পবিস -১ কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা পল্লী বিদুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha