আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৪:৪০ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৬, ২০২২, ৮:১১ পি.এম
ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচী ও ইদ পূনর্মিলনী অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের ঈদ পুনর্মিলনী ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বিকেল পাঁচটায় ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাট বাজারে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে চরমাধবদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল ফকিরের সভাপতিত্বে এ কর্মসূচী ও ইদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, শাহ সুলতান রাহাত খান, চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার আউয়াল হাসানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীগন।
অনুষ্ঠানের শুরুতে তারা বৃক্ষরোপণ করা হয়। এবং পরবর্তীতে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন যা নির্দেশ করবেন ফরিদপুর জেলা যুবলীগ তা অক্ষরে অক্ষরে পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আজ এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha