আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৩:২২ এ.এম || প্রকাশকাল : জুন ২৬, ২০২২, ৪:৩৭ পি.এম
মাগুরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরা সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর আয়োজন করা হয়। রবিবার ২৬ জুন সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন মাগুরা সদর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল মাগুরা সদর এর আয়োজনে, ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু নাসির বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাগুরা ড. আশরাফুল আলম।
বিশেষ অতিথিবৃন্দের আসনে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাগুরা ডা. মো. হাদিউজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর মো. ইয়াছীন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাগুরা ডা.আনোয়ারুল করিম, হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সদর যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২০ টা স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দগণ, এসময়ে অতিবৃন্দগণ ২০০ শত জন খামারীর মাঝে গোখাদ্য বস্তা বিতরণ করেন।
প্রদর্শনীতে কেমিষ্ট ল্যাবরেটরীজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন, ম্যানেজার মো. মামুন মিয়া, টেকনো ড্রাগস লি. এমপিও মাইনুল ইসলাম, ভিশন ড্রাগস লি. মাগুরা ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান তাদের কোম্পানির ঔষধ ও প্রডাক্ট সমূহ স্টলে প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha