নড়াইলে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২২ পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মাদক বিরোধী র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ জুবায়ের হোসেন চৌধূরী,ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলে উপ-পরিচালক মোঃ ইয়াসিন মোল্যা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মি, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পাকাঘড়ে থাকব স্বপ্নেও ভাবিনি
সবশেষে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা প্রতিযোগিতায় বিভিনন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর নিকট থেকে পুরস্কার গ্রহন করেন নড়াইল সরকারী মহিলা কলেজের মিথিলা ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha