আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশকাল : জুন ২৫, ২০২২, ৭:৪৯ এ.এম
ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতের উদ্যোগ নিলেন ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন

ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন করলেন ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। কানাইপুর সিনেমা হল সংলগ্ন বিশ্ব রোড থেকে চুঙ্গীর মোড়ে যাওয়ার রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে বেহাল দশায় পরিনত হয়।
এতে করে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। এ ছাড়াও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পরতো সাধারন জনগন। এমনকি বিভিন্ন দোকানের মালামাল রাস্তার জায়গায় রেখে তা দখল করার ফলে রাস্তা সংকুচিত হয়ে পরে। ফলে নিরাপদ যান চলাচলের জন্য রাস্তাটি ছিলো ঝুঁকিপূর্ণ।
তবে ২৩ শে জুন বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত এর কাজ পরিচালিত হয়। একই সাথে যানবাহনসমূহ দ্রুত চলাচলের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে। এই রাস্তায় পরবর্তীতে এরূপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন চেয়ারম্যান।
স্থানীয় সুত্রে জানা যায় রাস্তাটি বেশ কয়েক বছর যাবৎ সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়। এতে করে চরম ভোগান্তিতে পরেছিলো ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেল আরোহীসহ অন্যান্য যানবাহন ও জন সাধারন। তবে ইউপি চেয়ারম্যান বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করেন। এ কাজের মধ্য দিয়ে রাস্তার যান চলাচল ও জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha