আজকের তারিখ : জুলাই ৩০, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশকাল : জুন ১৩, ২০২২, ৯:২২ পি.এম
খোকসায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়া খোকসায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলার ট্রাস্ট ট্রান্সপোর্ট কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাদক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান পুনম, সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) প্রেমাংশু বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, গণসংযোগ সংস্থার সভাপতি দাউদ আলী প্রমুখ।বক্তরা তামাক যাত পণ্য যত্রতত্র ব্যবহারের নিয়ন্ত্রিত আইনের সঠিক প্রয়োগ এবং ভ্রাম্যমান আদালতের উপর জোর দাবি জানান। সেইসাথে ব্যক্তি, সামাজিক, পরিবার ও স্থানীয় মানুষের জনসচেতনতা কল্পে সকলকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় ।
উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha