আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশকাল : জুন ১৩, ২০২২, ৫:১৪ পি.এম
ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক

ফরিদপুর শহরস্থ সদর হাসপাতালের সামনে বিকাশ এজেন্ট এস এম রাজিব এন্টার প্রাইজ এর মালিক মোঃ রাসেল তালুকদার(২৫), পিতা- শাহজাহান তালুকদার, গ্রাম- ঝাউখালি, থানা- মধুখালী, জেলা-ফরিদপুর এর বিকাশ দোকানে গিয়ে বিকাশ প্রতারক মোঃ জাফরান হাওলাদার(২৬),পিতা- মোঃ সারোয়ার,গ্রাম- ধাওয়াল,থানা- ভান্ডারিয়া,জেলা-পিরোজপুর, ৭৫০০ টাকা বিকাশ করেন।
দোকানদার প্রতারকের প্রদত্ত নাম্বারে ৭৫০০ টাকা পাঠান। সেই সময় প্রতারক জাফরান হাওলাদার বলেন আমার মোবাইলে কোন টাকার মেসেজ আসে নি । পরে দোকানদার মোঃ রাসেল তালুকদার তার ব্যালেন্স চেক করতে বলেন।
এসময় প্রতারক তার সহযোগীর মোবাইল একই মডেলের হওয়ায় তাৎক্ষণিক মোবাইল চেঞ্জ করে উক্ত মোবাইলটি দোকানদারকে দেখান ।বিকাশ প্রতারক তার সহযোগী কৌশলে পালিয়ে যায়।অপর মোবাইল টি চেক করলে দোকানদার দেখে তার নাম্বার ভিন্ন।
এমতাবস্থায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দোকানদার তাকে ধরে ফেলে এবং প্রতারককে পুলিশে কাছে সোপর্দ করেন।বর্তমানে প্রতারক কতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha