যশোর জেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসরণ করে ফলন-পরবর্তী ঔষধি গাছের প্রাথমিক প্রক্রিয়াকরণ কর্মশালার প্রশিক্ষণের আয়োজন করা হয়। শনিবার ১১ জুন সকাল ১০ টার সময় জয়তী সোসাইটি, মুজিব সড়ক রেলগেট যশোর, জয়ন্তী মিলনায়তনে ফলন পরবর্তী ঔষধি গাছের প্রাথমিক প্রক্রিয়াকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা) শিবব্রত রায়।
প্রশিক্ষণের উদ্বোধকে ছিলেন (সাবেক সচিব ও মন্ত্রী) সিনিয়র সহ সভাপতি বামা এ.বি.এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর যশোর মো. নাজমুল হাসান। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, আয়ুর্বেদ বিশেষজ্ঞ ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা ডা. মো. নুরুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন (বামা) ডা. মো. মিজানুর রহমান।
উপস্থাপক ঔষধি গাছের প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে প্রাথমিক ধারণা দেন অধ্যক্ষ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা এবং সদস্য বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোড আ. খ. মাহবুবুর রহমান সাকী। আলোচক মূলক বক্তব্য রাখেন, প্রাক্তন সহ সভাপতি (বামা) আব্দুস সবুর খান, বিভাগীয় প্রধান (বামা) মো. আকরাম হোসেন, প্রাক্তন অধ্যক্ষ প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মাগুরা কবিরাজ-হাকীম তপন কুমার বসু, সভাপতি, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন যশোর জেলা শাখা হাকীম মো. আবু তোহা।
অনুষ্ঠানের সঞ্চালকে ছিলেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি যশোর জেলা শাখা মো. আব্দুল মতিন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (MPHPBPC) ও আয়োজকে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারর্স এসোসিয়েশন (BAMMA) শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, আয়ুর্বেদ ও ইউনানী নিবন্ধনকৃত হাকীম ও কবিরাজগণ যথাযথ আইন অনুসরণ করে তারা চিকিৎসা সেবা প্রদান করবেন। কোম্পানি থেকে সরবরাহ করে ঔষধের ইনভয়েজ সংরক্ষণ করবেন, রোগীদের বিতরণের হিসাব রাখবেন।
তিনি আরও বলেন সবসময় নিবন্ধনকৃত চিকিৎসকদের সবপ্রকার সহযোগিতা করবেন। এরপর অনুষ্ঠানের শেষে অতিথিদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন, প্রোপ্রাইটর সেভিয়ার ল্যাবরেটরীজ হাকীম আব্দুল মতিন, পরিচালক দি তোহা হোমিও ল্যাবরেটরীজ ডা. মো. আবু তোহা, পরিচালক একসিম ল্যাবরেটরীজ কবিরাজ রফিকুল ইসলাম, পরিচালক এশিয়ান ল্যাবরেটরীজ সৈয়দ এমদাদুল হক শিমুল, প্রোপ্রাইটর এ এইচ ল্যাবরেটরীজ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন যশোর জেলা হাকীম সাধন মল্লিক রনি, সাধারণ সম্পাদক বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি যশোর জেলা হাকীম আনোয়ার হোসেন এবং সিনিয়র জোনাল ম্যানেজার হামদর্দ ল্যাবরেটরীজ শেখ রাজিব।