আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৪:৪৩ এ.এম || প্রকাশকাল : জুন ৯, ২০২২, ২:৫৮ পি.এম
বোয়ালমারীতে জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে এক মুদি দোকানদারকে মামলা তুলে নিতে ভয়ভীতি এবং জীবননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই দোকানদারের দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের সামনে অবস্থিত নিজ দোকানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় তিনি নিজের জীবনের নিরাপত্তা চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মো. রবিউল ইসলাম। তিনি বলেন, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মনোয়ার শেখের তিন ছেলে মো. আমির শেখ (৪০), শাহিন শেখ (৩৫), শাখাওয়াত শেখ (৩০), একই গ্রামের আ. মালেক শেখের তিন ছেলে সিরাজ শেখ (৫০), মো. দবির শেখ (৫৫), আয়ুব আলী শেখ (৪০), আলেফ শেখের চার ছেলে মো. হারেজ শেখ (৫০), হালিম শেখ (৫৫), হবির শেখ (৬০), ছবির শেখ (৫২), হারেজ শেখের ছেলে দুই ছেলে মো. জসীম শেখ (২৫), রাজিব শেখ (২২) এবং ছহিদ শেখের ছেলে মো. মাসুদ শেখের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। ডোবরা জনতা জুট মিল গেটের পূর্ব পাশে অবস্থিত পাকা রাস্তার সাথেই তার একটি মুদি দোকান আছে।
গত ৫ জুন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ওই ব্যক্তিরা রবিউলকে কুপিয়ে জখম করে এবং দোকানে থাকা নগদ ৩ লক্ষ পাঁচ হাজার টাকা এবং তিন লক্ষ টাকার মুদি মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদি হয়ে ওই ১৩ জনকে আসামী করে ৭ জুন বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামীরা রবিউলকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুমকি-ধামকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম শেখ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha