আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশকাল : জুন ৬, ২০২২, ৬:৩৭ পি.এম
বিশ্ব পরিবেশ দিবসে বট বৃক্ষের চারা রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম

বিশ্ব পরিবেশ দিবসে বটবৃক্ষের চারা রোপণ করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম। তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা, বর্জ্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরে ৭ হাজার তালগাছ বীজ বোপন করার সেই আলোকিত স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুর শহরতলীর ভুবনেশ্বর নদীর পাড় দিয়ে বট বৃক্ষের চারা রোপন করেছেন। তিনি জানান,বটবৃক্ষ প্রায় বিলুপ্ত হতে চলেছে, আগের মতো আর দেখা য়ায় না।
তাছাড়া আমার মুল উদ্দেশ্য হচ্ছে, ভুবনেশ্বর নদীর পাড়ে পাখির অভয়ারণ্য গড়ে তোলা, পাখিদের অবাধ বিচরন ও তাদের খাদ্যের কথা চিন্তা করে এবারের বিশ্ব পরিবেশ দিবসে বট বৃক্ষের চারা রোপন করার সিদ্ধান্ত নিয়েছি এবং গাছ রক্ষার জন্য নেট দিয়ে ঘিড়ে দেবারও ব্যবস্থা করা হয়েছে।
ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মোঃ নুরুল ইসলাম ওরফে নুরুল স্যারের দীর্ঘদিন ধরে এই গাছ লাগানো বিষয়টি শহরের মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।তাকে দেখে অনেকেই গাছ লাগানোর বিষয়ে উদ্ভুদ্ধ হচ্ছেন। এর আগে তিনি ফরিদপুর শহরের দৃষ্টি নন্দন ও সৌন্দর্য্য বাড়াতে শিুশু একাডেমীর সামনের রাস্তা এবং বায়তুল আমান বিএড কলেজের সামনে খিচুড়ী উৎসব মাঠের চারপাশে ১শতটি সুপারীগাছ রোপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha