আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১:৪৯ এ.এম || প্রকাশকাল : জুন ৫, ২০২২, ৫:৪৭ পি.এম
মাগুরায় উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান
মুজিববর্ষের দর্শন টেকসই শিল্পয়ন এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে মাগুরায় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এমপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
রবিবার ৫ জুন সকাল ১০.৩০ টার সময় আঞ্চলিক মসলা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে ৫ দিন ব্যাপী ৫ জুন হতে ৯ জুন পর্যন্ত উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উৎপাদনশীলতা প্রশিক্ষণের আয়োজন করে, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি নাসিব মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং কোর্স সমন্বয়কারী উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা (এনপিও), শিল্প মন্ত্রণালয় মোছাম্মাৎ ফাতেমা খাতুন। উৎপাদনশীলতা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয়, মাগুরা ফরিদা ইয়াসমিন, সহ-সভাপতি নাসিব মাগুরা জেলা মীর শহীদুল ইসলাম বাবু।
এই প্রশিক্ষণে ৯০ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে ও প্রশিক্ষণটি ৩ টি ধাপে বিভক্ত করনের মাধ্যমে পরিচালিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও বেকার সমস্যা দূরকরনের জন্য সব সময় উদ্যোক্তাদেরকে আরও গতিশীল করার জন্য উৎপাদনশীলতা বিষয়ক নানারকম প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha